মালদা

লোকসভা প্রচারে মালদা আসছেন রাহুল, কোন লাভ নেই, দুটি আসনই তাদের কটাক্ষ তৃণমূলের

হক জাফর ইমাম, মালদাঃ লোকসভা প্রচারে মালদা আসছেন রাহুল, কোন লাভ নেই, দুটি আসনই তাদের কটাক্ষ তৃণমূলের। গোটা দেশে টানটান উত্তেজনা যে কোন মুহূর্তে ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ঠিক এরই মাঝে মালদা জেলা কংগ্রেসের চমক। আগামী ১৫ ই মার্চ মালদায় জনসভা করতে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। মালদা জেলা কংগ্রেস সূত্রে খবর উত্তর এবং দক্ষিণ দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়ে জনসভা করবেন তিনি। এই বিষয়ে মালদা জেলা কংগ্রেসের ওয়াকিং কমিটির কার্যকরী সভাপতি কালি সাধন রায় জানান ১৩ ই মার্চ উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হচ্ছে। এরপরই মাইক বাজিয়ে সভা করার অনুমতি পাওয়া যাবে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর আগামী ১৫ মার্চ মালদায় সভা করতে আসছেন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে লোকসভা প্রচারের শুরুতেই রাহুল গান্ধীকে দিয়ে মালদায় প্রচার শুরু করতে চাইছে কংগ্রেস তার কারণ হিসেবে তিনি বলেন, সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন মৌসম বেনজির নূর। তৃণমূলে যোগ দিয়ে তৃণমূল নেতৃত্ব তাকে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী করেছেন। তাই ওই কেন্দ্রটি তাদের কাছে চ্যালেঞ্জ। তারা চাই মৌসম কে হারিয়ে ওই কেন্দ্রে জয় লাভ করতে। শুধু উত্তর নয় দক্ষিণ মালদা কেন্দ্রটিও তারা দখল করবে। কারণ মালদা জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি। তাই প্রচারের শুরুতেই এই চমক।এদিকে রাহুল গান্ধীর এই সভা কে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন জানান, মালদায় কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। ঘুমন্ত অবস্থায় রয়েছে কংগ্রেস নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জোয়ার বয়ে গেছে রাজ্যজুড়ে। মালদা জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে উন্নয়ন। উন্নয়ন দেখে কংগ্রেস ভয় পেয়েছে। তাই প্রচারের শুরুতেই রাহুল গান্ধীকে মালদায় নিয়ে এসে সভা করাতে চাইছেন তারা। তবে কংগ্রেস যতই চেষ্টা করুক মালদার দুটি আসন এবং পশ্চিমবঙ্গের ৪২ টি আসনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা দখল করবেন বলে জানান মোহাম্মদ ইয়াসিন।