মালদা

লোকসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের বার্ষিক বাজেট ও একগুচ্ছ প্রকল্পের ঘোষণা

হক জাফর ইমাম, মালদাঃ আগামী লোকসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের বার্ষিক বাজেট এর একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। বৃহস্পতিবার ছিল মালদা জেলা পরিষদের বার্ষিক বাজেট অধিবেশন। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিনা বাধায় পাস হয়ে যায় বাজেট। এই দিনে বাজেট
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা সমাহর্তা (মালদা জেলা পরিষদ)অরুণ কুমার রায়,মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, জেলা পরিষদের কো- মেন্টর তাজমুল হোসেন, জেলা পরিষদের সহকারি সভাধিপতি চন্দনা সরকার, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক, মালদা জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সহ জেলা পরিষদের কর্মদক্ষ গন। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন এই বছর ৪২২কোটি টাকার বাজেট পাস হয়েছে। এরমধ্যে ৭৪কোটি শিলা ন্যাস হয়েছে।দ্রুত শিলা ন্যাস হওয়া কাজগুলো সম্পন্ন হবে পাশাপাশি বাজেটে বরাদ্দ হয়েছে তাও জেলার উন্নয়নের খাতে খরচা করবে জেলা পরিষদ। বিরোধী দল নেতা তথা বিজেপির জেলা পরিষদ সদস্য জুয়েল মুর্মুর অভিযোগ সামনে লোকসভা নির্বাচন সেই জন্য এই ধরনের চটকদারি বাজেট করা হয়েছে। এই বাজেট এর মাধ্যমে জেলার উন্নয়ন হবে না। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন মানুষের উন্নয়নের জন্যই বাজেট করা হয়েছে। বিরোধীরা হালে পানি না পেয়ে এখন ভুলভাল বকছে।