হক জাফর ইমাম, মালদাঃ মালদা ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি অফ ইমালদা ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে লোক আদালত ইন্ডিয়ার তত্ত্বাবধানে লোক আদালত অনুষ্ঠিত হলো শনিবার। মালদা জেলা আদালতের আইনি সহায়তা কেন্দ্র আয়োজন করা হয়েছিল লোক আদালতের। জানা যায় দুটি বিভাগে মামলা রুজু করে দ্রুত সেই সব মামলার নিষ্পত্তি করা হয়। এদিন প্রায় ২৫৪৯টি মামলা চড়ে। আটটি বেঞ্চ করা হয়েছিল মামলাগুলো নিষ্পত্তি করার জন্য। এই বিষয়ে জেলা ডিস্ট্রিক জাজ বিভাশ পাট্টনায়েক জানান, প্রতি তিন মাস পর পর এই লোক আদালত অনুষ্ঠিত হয়। আজ ন্যাশনাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই লোক আদালতের আয়োজন করা হয়েছে। যেসব মামলা গুলো দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে এই দিন লোক আদালতের মাধ্যমে সেই মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে। এই দিনের লোক আদালত সম্বন্ধে মালদার ডি এল এস আরের সম্পাদক অনিল কুমার কসুয়া সংবাদমাধ্যমকে জানান আমরা দুই ধরনের জেলাবাসীকে বিনা খরচে আইনি পরিষেবা দিয়ে থাকি একটি হলো লোক আদালত দ্বিতীয় মিডিয়েশন মাধ্যম। এই দুটি মাধ্যমে দীর্ঘদিনের পেন্ডিং থাকা কেস অতি সহজেই নিষ্পত্তি করা সম্ভব হয়। আমরা চাই জেলার সাধারণ মানুষ এই পরিষেবার সুযোগ নেই এবং নিজের দীর্ঘদিনের চলা কোটের কেস থেকে নিষ্পত্তি পাক।