মালদা

স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা শাখার পক্ষো থেকে ম্যানিফেস্টো পাবলিস্ট হল

হক জাফর ইমাম, মালদাঃ আজ সকালে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা শাখার পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সংবাদিক সম্মেলন করে সংখ্যালঘু ছাত্র-যুবকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্টুডেন্ট ম্যানিফেস্টো পাবলিস্ট করা হয়। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা শাখা সম্পাদক সাব্বির হোসেন, সভাপতি হযরত ওমর আলী মমিন, বামসেফ সংগঠনের সহ প্রেসিডেন্ট রাম মুর্মু, সিরাজুল ইসলাম প্রমূখ। এই দিনের সাংবাদিক সম্মেলনে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা শাখা সম্পাদক সাব্বির হোসেন তার মূল্যবান ভাষণে বলেন ভারত বর্ষ একটি গণতান্ত্রিক দেশ ৭০ বছর হয়ে গেছে স্বাধীনতা হওয়া কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি আমাদের দেশের সংবিধানে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া কথা লেখা আছে আমাদের রাজ্যের ক্ষেত্রে তা পালন করা হচ্ছে না। এতে করে সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা বিভিন্ন ক্রমে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা কোন দলের হয়ে কথা বলছি না আমরা আগামীতে যে সরকারই আসুক না কেন তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের দেশের সংবিধানে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া কথা লেখা আছে তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। আমাদের দাবি গুলি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।