মালদা

মাদকাসক্ত যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

হক জাফর ইমাম, মালদাঃ মাদকাসক্ত যুবককে নেশা করার সময় হাতেনাতে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পুরাতন মালদার ২ নম্বর ওয়ার্ডের চিতর পুর এলাকায়। পুরাতন মালদার চিতর পুর এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছে মাদক কারবার। এর আগে মাদকের টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যার ঘটনাও ঘটেছে এলাকায়। গতকাল রাতে বিপ্লব মণ্ডল নামে এক টোটো চালক নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনায় মারা গিয়েছে। এদিন তার মৃতদেহ সৎকার করে এসে এলাকার মাদক বিক্রেতা ও ক্রেতাদের ধরতে উদ্যোগী হয় এলাকার যুবকেরা। রাত দশটা নাগাদ ওই এলাকায় এক যুবককে মাদক দ্রব্য সহ হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। মারধরের পর ওই যুবককে মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সম্পর্কে এলাকার বাসিন্দা পুরাতন মালদার পৌরসভার প্রাক্তন পৌর প্রধান বিশ্বনাথ শুকুল জানান যে এই এলাকায় যুবকরা মাদক নেশা করে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে তাই চোখে দেখে সহ্য করতে না পেরে তিনি ও এলাকাবাসীর সাথে প্রতিবাদে সোচ্চার হোন এবং স্থানীয় বাসিন্দাদের জেরায় ওই যুবক নিজের নাম বিক্রম মণ্ডল জানায়। সে আরও জানায়, তার বাড়ি পুরাতন মালদার মোকাদি পুরে। চিতর পুর এলাকায় মিঠুন মণ্ডল ও সোনু মণ্ডল নামে দুই যুবক মাদক দ্রব্য বিক্রি করে বলেও জানায় সে। ঘটনার পর থেকেই পলাতক দুই বিক্রেতা।