বিদেশ

‘‌বম্ব সাইক্লোন’‌ বিধ্বস্ত আমেরিকা, জারি জরুরি অবস্থা, বাতিল ১৪০০ উড়ান

ভাস্কর সান্যাল, আমেরিকাঃ আমেরিকা জুড়ে ভয়ঙ্কর তুষার ঝড় চলছে। এই ভয়ঙ্কর তুষার ঝঞ্ঝা নাম ‘‌বম্ব সাইক্লোন’‌ । প্রবল গতির ঝোড়ো হাওয়ার সাথে আছড়ে পড়েছে বরফের গোলা। এর জেড়ে দৃশ্যমানতা একেবারেই ক্ষীণ হয়ে যায়। যান চলাচল পর্যন্ত থমকে যায়। গত ২দিনে ১৪০০ বিমান বাতিল করা হয়েছে। জমে বরফ হয়ে গিয়েছে রানওয়ে। বিমান ওড়ার পক্ষে যা একেবারেই অযোগ্য বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।  ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সব টার্মিনাস বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতি এতোটাই খারাপ যে কলোরাডো, ইয়োমিং, নেব্রাস্কা ও ডাকোটায় এই প্রবল গতির ঝড়ের সতর্কবার্তা জারি করে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে অধিকাংশ বাড়ি গুলি। যার ফলে যাবতীয় পরিষেবা থমকে গিয়েছে। স্কুল এবং অধিকাংশ দপ্তর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ দোকান বাজারও । জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ, বৃষ্টি ও তুষারপাতের ফলে নদীগুলোর দুকূল উপচে আইওয়া-র বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে। দেখুন ভিডিও –

‘‌বম্ব সাইক্লোন’‌ বিধ্বস্ত আমেরিকা, জারি জরুরি অবস্থা
আমেরিকা জুড়ে ভয়ঙ্কর তুষার ঝড়
‘‌বম্ব সাইক্লোন’‌ বিধ্বস্ত আমেরিকা