হক জাফর ইমাম, মালদা: জাতীয় সড়কে বেসরকারি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক সংলগ্ন এক বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পরল । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদা চাঁচলের পাহাড়পুরের কালীতলা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের৷ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন৷ আহতদের মধ্যে বাসযাত্রী সহ স্থানীয় দুই ব্যক্তি রয়েছেন৷ আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ৷ দুর্ঘটনাগ্রস্থ বাসের চালক ও খালাসি পলাতক৷ জানা গেছে , এদিন দুপুরে যাত্রীবাহী বাসটি মালদা থেকে চাঁচলে আসছিল । দ্রুত গতিতে যাত্রীবাহী বাসটি চালানো হচ্ছিল বলে অভিযোগ । সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভুটভুটি সামনে চলে আসে । বাসটির চালক গতির নিয়ন্ত্রণ হারান । বাসটি রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে। তিনটি দোকান সহ বাড়িটি বিধ্বস্ত । রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা কয়েকটি বাইসাইকেল সহ ৩টি মোটরসাইকেল বাসের তলায় চাপা পড়ে । বলে অভিযোগ ।
স্থানীয়দের ক্ষোভ , মহকুমা সদর চাঁচল সংলগ্ন এলাকাটি জনবহুল৷ সবসময় এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে৷ কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই৷ দুর্ঘটনায় বাড়ির ক্ষতিতে ভেঙে পড়েছেন মালিক রাজু পাণ্ডে৷ তিনি বলেন, “ দুর্ঘটনায় তাঁর বাড়ির আর কিছু অবশিষ্ট নেই৷ তিনি বাড়ির সামনের অংশে একটি ওষুধের দোকান ভাড়া দিয়েছিলেন৷ দুর্ঘটনায় দোকানদার ও সেই সময় সেখানে থাকা এক ক্রেতাও আহত৷ আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রীও৷ বাসটি ৩টি মোটরবাইক নষ্ট করেছে৷ ” তিনি আরও বলেন , “ দুর্ঘটনটি একটু বেলায় ঘটেছে৷ রবিবার তাঁর বাড়ির সামনে একটি মাংসের দোকান বসে৷ সকালে সেখানে প্রচুর মানুষের ভিড় হয়৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি আরও বাড়ত৷”গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি তিনি তুলেছেন ।জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন৷ রবিবার থাকায় যাত্রীর সংখ্যা একটু কমই ছিল৷ তা না হলে আহতের সংখ্যা আরো বাড়ত৷
পুলিশ জানায় , দুর্ঘটনাগ্রস্থ বাসটির চালক ও খালাসি পলাতক । তাদের খোঁজ চলছে ।