কলকাতা

কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ মুকুলের

শহরে এসে প্রথমদিনই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবে। শুনলেন প্রত্যেক দলের অভিযোগ-অনুযোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন। তবে তাঁরই সামনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। জানিয়ে দেন, রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনারের (সিইও) সামনে কোনও কথা তিনি বলবেন না। বিষয়টি নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয় আলোচনার টেবিলে। তারপরই ঘর ছেড়ে বেরিয়ে যান সিইও। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়। রাজ্যে বিরোধীদের কোন কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না প্রভাবিত করা হচ্ছে নির্বাচন কমিশন কেও. নয়া দায়িত্ব প্রাপ্ত অবজারভার বিবেক দুবের সঙ্গে বৈঠকে বসে এই ধরনের অভিযোগ জানালেন বিজেপি নেতা মুকুল রায় সোমবার রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলকে নিয়ে আলাদা আলাদা করে বৈঠকে বসেছিলেন নয়া দায়িত্বপ্রাপ্ত অবজার্ভার বিবেক দুবে আর এই বৈঠকে এক সুরে দেখা গেল রাজ্যের বিরোধী দলগুলি কে সকলেরই অভিযোগ রাজ্যে সুষ্ঠু এবং অবাধ ভোটে র প্রয়োজনীয়তা আছে। নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক সোমবার রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন পুলিশ অবজারভার বিবেক দুবে. এদিন সমস্ত রাজনীতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে তাপস রায় ও সুবসিশ চক্রবর্তী। বিজেপির পক্ষ থেকে মুকুল রায়, জয় প্রকাশ মজুমদার, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, মায়া ঘোষ, বামফ্রন্টের রবিন দেব, প্রবোধ পান্ডা,প্রবির চক্রবর্তী সহ অন্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। দেখুন ভিডিও –