দেশ

জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় মৃত ১, আহত ২৭

জম্মু-কাশ্মীরঃ ফের হামলা চালানো হল উপত্যকায়। আজ জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা চালানো হয়। এই ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২৮ জন। পরে আহতদের মধ্যে থেকে মৃত্যু হয় একজনের। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, সরকারি বাস স্ট্যান্ডের একটি বাসের ভেতর এই হামলা হয়। বাসটি দিল্লির জন্য রওনা হওয়ার কথা ছিল। এখনও এই ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলে জম্মু–কাশ্মীর পুলিস।কড়া নিরাপত্তায় শুরু হয়েছে তল্লাশি-অভিযান। খতিয়ে দেখা হচ্ছে বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজ। পুলিসের শীর্ষ জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ নাগাদ গ্রেনেড হামলা হয় বাসে।