খেলা

৫ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

ফের একবার হারের রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস। যার মধ্যে পাঁচটা চার ও দুটি ছয়। হার্দিক পাণ্ডিয়ার সৌজন্যে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নিল মু্ম্বই ইন্ডিয়ান্স। জয় এল পাঁচ উইকেটে। সোমবার জোশেফের পরিবর্তে মালিঙ্গাকে নিয়ে ওয়াংখেড়েতে নামে রোহিত শর্মার দল, বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিরুদ্ধে। টস জিতে ফিল্ডিং নেন রোহিত। উইকেটের কথা ভেবেই আগে বল করার সিদ্ধান্ত, জানান মুম্বই অধিনায়ক। কোহলিও জানিয়ে দেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন, কারণ ওয়াংখেড়ের উইকেটে রান তাড়া করাই ভাল। পার্থিব প্যাটেলকে নিয়ে ওপেন করতে নেমে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি কোহলি। তৃতীয় ওভারের প্রথম বলে ফিরে যান ৮ রান করে। বেহরেনডর্ফ-এর বলে কোহলির আউট হয়ে যান। ২০ বলে ২৮ রান করে পার্থিব আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। এবি ডিভিলিয়ার্স ৫১ বলে করলেন ৭৫। যার মধ্যে ছিল ৬টি চার ও ৪টি ছয়। মইন আলি করলেন ৩২ বলে ৫০। যে ইনিংসে রয়েছে পাঁচটি ওভার বাউন্ডারি। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ১৭১/‌৭। মুম্বইয়ের মালিঙ্গা পেলেন চার উইকেট। জবাবে দারুণ শুরু করেছিল মুম্বই। ডিকক ও রোহিত প্রথম উইকেটে ৭০ যোগ করেন। ডিকক করেন ৪০। রোহিত করে যান ২৮। সূর্যকুমার যাদব (‌২৯)‌, ইশান কিষান (‌২১)‌ দলের জয়ে অবদান রাখলেন। বাকি কাজটা সারলেন হার্দিক। ১৯ ওভারেই ১৭২/‌৫ তুলে ম্যাচ জিতল মুম্বই।