বিনোদন

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘এভাবেই গল্প হোক’

আগামীকাল খুলছে সিনেমাহল। এখবরে খুশি সিনেমাপ্রেমী দর্শক থেকে ফিল্ম নির্মাতারা। বহু ছবিই সিনেমা হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে ‘এভাবেই গল্প হোক’ ছবিটি। ১৫ অক্টোবর গোটা দেশের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘এভাবেই গল্প হোক’ ছবিটি। ‘এভাবেই গল্প হোক’-এর ট্রেলার মুক্তি পেয়েছিল গত বছর। এবছর শুরুর দিকেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে লকডাউনের কারণে সেটা হয়নি। এই ছবির হাত ধরেই রোহন সেন পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন। ‘এভাবেই গল্প হোক’ ছবিতে রয়েছেন জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, বিবৃতি চট্টোপাধ্যায়, আনন্দ এস চৌধুরী, শাশ্বতী গুহ ঠাকুরতা, মৃণাল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাজদীপ গঙ্গোপাধ্যায়।