শহরে এসে পৌঁছলেন জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন সিনিয়র জাতীয় নির্বাচন ডেপুটি কমিশনর ধর্মেন্দ্র শর্মা এবং নিতেশ ভ্যাস-সহ একাধিক সদস্য। রাজ্য নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর পর জরুরি বৈঠক করার কথা তাঁদের। রবিবার সন্ধ্যায় সিইও এবং অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের অনুপস্থিতিতে অরুণ গোয়েলেরই বৈঠক করার কথা ছিল। সিপি ভীনিত গোয়েলের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার সকাল সাড়ে ন’টা থেকে সব বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে সন্ধ্যায় রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তাঁদের। রাজ্য় পুলিশের নোডাল অফিসারের সঙ্গেও বৈঠক করার কথা ছিল কমিশনের ফুল বেঞ্চের। কাল সকালে দফায় দফায় প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করার কথা। তারপর সব জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকেরও সিদ্ধান্ত রয়েছে। মঙ্গলবার এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর মুখ্য়সচিব ও রাজ্য় পুলিশের DG-র সঙ্গে বৈঠক।