জেলা

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি নন, বিজেপি প্রার্থী। ভোটের প্রচারে রেরিয়ে ফের মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ায় এক সভায় তিনি বলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়? মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও’? একজন বঙ্গসন্তানের কীভাবে এই ভাষা হাতে পারে’? তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার শোকজ করল কমিশন নির্বাচন কমিশন। বসিরহাট কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী এই রেখা পাত্র। সন্দেশখালিকাণ্ডে নাম জড়িয়েছেন তাঁর। কীভাবে? বেশ কয়েকটি গোপন স্টিং ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। ভিডিও গুলি সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ । একটি ভিডিও বিজেপির মণ্ডল সভাপতিকে বলতে শোনা গিয়েছে, ‘২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র’! রেখার প্রসঙ্গ টেনেই মুখ্য়মন্ত্রীকে নিশানা করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে চুপ করে বসে নেই তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। কবে? আজ, শুক্রবার। মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি লোকসভা ভোটে একজন প্রার্থী, তমলুক থেকে ভারতীয় জনতা পার্টির। গতকাল আমরা দেখলাম, কদর্যভাষায়  মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য়মন্ত্রী, একজন মহিলা সম্পর্কে তিনি যেটা বলেছেন, আমরা অত্যন্ত অপমানিত বোধ করছি। এটা যৌনবাদী মন্তব্য’।  বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয় ।  আর সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শো-কজ চিঠি পাঠায় নির্বাচন কমিশন। এর পাশাপাশি কমিশন নির্দেশ দিয়েছে আগামী ২০মে অর্থাৎ পঞ্চম দফার নির্বাচনের দিন বিকেল ৫টার মধ্যে তাঁকে শো-কজের উত্তর দিতে হবে ৷