ফের রাজ্যে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। মোদি জমানায় কেন্দ্রীয় এজেন্সিগুলির কাজকর্মের এটাই এখন স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। কংগ্রেস শাসিত রাজস্থানে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এবার বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন মামলায় তলব করা হল খোদ মুখ্যমন্ত্রীর পুত্রকে। কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে শুক্রবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয়পুরের ইডি অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।ভোটের ঠিক আগে কেন্দ্রীয় এজেন্সির এই অতি তৎপরতায় স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপির প্ররোচনায় এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। একই যুক্তিতে ভোটের আগে এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, গেহলট পুত্রকে তলব করা হয়েছে রাজস্থানভিত্তিক হসপিটালিটি গ্রুপ ট্রাইটন হোটেলস অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডে ইডির সাম্প্রতিক অভিযানের প্রেক্ষিতে। ওই প্রতিষ্ঠানের মালিক ভার্ধা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের পরিচালক এবং প্রবর্তক শিবশঙ্কর শর্মা, রতনকান্ত শর্মা এবং অন্যদের জিজ্ঞাসাবাদের পর তলব করা হয়েছে গেহলট পুত্রকে। তবে শুধু মুখ্যমন্ত্রীর পুত্রকেই তলব নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসারার বাড়িতেও তল্লাশি করেছে ইডি। তাদের আর একটি দল যায় নির্দল বিধায়ক ওমপ্রকাশ হুদলার বাড়িতে। ভোটের মুখে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এজেন্সির এই অতি-তৎপরতার তীব্র নিন্দা করেছে বিরোধী শিবির। এই তল্লাশি অভিযান ও পুত্রকে তলব পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।