জেলা

সিবিআইয়ের পর এবার সাড়ে ৫ ঘন্টা জেরা শেষে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি

গরু পাচার মামলায় সিবিআইয়ের পর এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে বীরভূমের কেষ্টকে প্রায় টানা সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা পর কোনও সদুত্তর না মেলায় অবশেষে বীরভূমের দাপুটে নেতাকে গ্রেফতার করে ইডি। ইডির আধিকারিকদের দাবি, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে তাঁর বিপুল সম্পত্তির বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সেই প্রশ্নের যথাযথ উত্তর দেননি বলে দাবি গোয়েন্দাদের। গোয়েন্দাদের অনুব্রত জানান, তাঁর সম্পত্তির বিষয়ে মণীশ কোঠারি বলতে পারবেন। অবশেষে যথাযথ জবাব না পাওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দারা বীরভূমের কেষ্টকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।