কলকাতা

আগামী সোমবার স্বাস্থ্য নিয়ে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যে ক্রমশ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই আবহে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নবান্নে এই বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পাশাপাশি ভার্চুয়ালি হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। নবান্ন সূত্রে খবর,  এই বৈঠকে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। আলোচনা হতে পারে বিভিন্ন সময় রাজ্য স্বাস্থ্য দফতর যে পরিকল্পনাগুলি নিয়েছে, তার বাস্তবায়ন কত দূর হয়েছে তা নিয়েও। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্য ভবনের দ্বারা গৃহীত পরিকল্পনা নিয়ে কোনও অভিযোগ আছে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হুয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বিষয়টি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। মনে করা হচ্ছে সোমবারের এই বৈঠক থেকে ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের তরফে বিশেষ কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা হতে পারে।