কলকাতা

রাতভর জেরার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আটক অর্পিতা মুখোপাধ্য়ায়ও

শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে। দীর্ঘ সাড়ে ২৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা । মন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী ৷ সিজিও কমপ্লেক্সের পথে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ও ৷ তাঁকে আটক করা হয়েছে ৷ দু’জনকেই ইডির বিশেষ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন আধিকারিকেরা ৷ কোর্টের অনুমতি পেলে ইডি দু’জনকেই জিজ্ঞাসাবাদ করবে ৷ বিশেষত এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সব প্রশ্নের জবাব ঠিকঠাক দেননি তৎকালীন শিক্ষামন্ত্রী, তা জানার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা ৷ শনিবার সকাল থেকে রাজ্যের মন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। কেন্দ্রীয় বাহিনীতে কার্যত মুড়ে ফেলা হয় গোটা বাড়ি। গ্রেপ্তারির সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছিল।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপের পর তদন্তে নামে সিবিআই। হাই কোর্টের নির্দেশে তদন্ত শুরুর পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে আসেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই জেরার মুখোমুখিও হয়েছিলেন তিনি। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাটে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের খামে নগদ উদ্ধারের পরই নাকতলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে আরও তত্পরতা বাড়ে ইডির। একদিকে ডায়মন্ড সিটির ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার মেশিন। সেই টাকা গোনার পর দেখা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২১ কোটি। এর পরই, রাত দশটা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীকে ডেকে পাঠায় তদন্তকারী সংস্থা। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ ফের আরও একজন ইডি আধিকারিক আসেন পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতে। তাঁর সঙ্গেই আসেন কেন্দ্রীয় বাহিনীর আরও ৫ জওয়ান। রাত প্রায় সোয়া ১২টা, ইডির দফতর থেকে আরও একটি টিম বের হয়। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতে তখন মোট ৯ জনের টিম। যারমধ্যে ইডি অফিসাররা ছাড়াও ছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। রাতভর পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতেই তদন্তকারী অফিসাররা।  রাতভর দফায় দফায় জেরাও করা হয় তাঁকে। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর সকাল ১০টা নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করানো হয় তাঁকে। এরপর গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বাড়ি থেকে বের করে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে তাঁর। আজই মন্ত্রীকে আদালতে তোলা হবে বলেই জানান আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত।