নিয়োগ দুর্নীতির ছায়া এবার টলিউডের বুকে। অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শিক্ষাক্ষেত্রের নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও অভিনেতাকে তলব করল ইডি। আগামিকালই বনিকে কলকাতার ইডি কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। কেননা বনি ও নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের মধ্যে অয়ার্থিক লেনদেন হয়েছে। কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন ইডি’র আধিকারিকেরা। দুইজনের মধ্যে কিসেই জন্য এই আর্থিক লেনদেন তা জানতেই বনিকে ডেকে পাঠিয়েছেন ED’র আধিকারিকেরা। বনি ইডি’র কার্যালয়ে হাজিরা দিলে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। উল্লেখ্য এর আগেও দেবকে ডেকে পাঠিয়েছিল ইডি ও সিবিআই। সেই সময় অভিযোগ উঠেছিল গরু পাচারের টাকা বিনিয়োগ হয়েছে দেবের সিনেমায়। এবার পালা বনির।