দেশ

২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারি, তল্লাশি ইডির দপ্তরেও, বাজেয়াপ্ত একাধিক নথি

সারা দেশে যখন বিভিন্ন বিরোধী রাজ্যগুলিতে দুর্নীতির বিরুদ্ধে তল্লাশির নামে সক্রিয় ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি, তখনই ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক আধিকারিক। চেন্নাই থেকে অঙ্কিত তিওয়ারি নামের ওই আধিকারিককে এক সরকারি অফিসারের থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়। এই ঘটনা কেন্দ্রীয় এজেন্সির সদস্যদের সততাকে ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অভিযুক্ত ইডি আধিকারিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ। আর এই ঘটনার সূত্র ধরে রাজ্যে ইডির বিরুদ্ধেই তল্লাশি অভিযান শুরু করেছে তামিলনাড়ু পুলিশ। গোটা রাজ্যেই তল্লাশি চালানো হচ্ছে একাধিক ইডির দপ্তর ও আধিকারিকদের বাড়িতে। একাধিক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ধৃত আধিকারিককে ১৫ ডিসেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইডির তরফে এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।