জেলা

সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা, তল্লাশি কলকাতার ৫ জায়গাতেও

সাত সকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রীর বাড়িতে হানা ইডির। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে চন্দ্রনাথ সিনহার বাড়ি। যদিও ইডি আধিকারিকরা যখন পৌঁছন, তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না।বীরভূমের বোলপুরে নিচু পট্টি এলাকায় চন্দ্রনাথ সিনহার বাড়ি। সেখানেই ইডির হানা। জানা গিয়েছে, তিনটি গাড়িতে করে এদিন সকালে ইডি আধিকারিকরা পৌঁছন। যদিও তখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের বাড়িতে ছিলেন না। তিনি রয়েছেন মুরারইয়ে পৈতৃক বাড়িতে। তাঁকে খবর দেওয়া হয়। ইডি হানার খবর পাওয়ার পর ইতিমধ্যেই মুরারইয়ের গ্রামের বাড়ি থেকে বোলপুরের নিচু পট্টির বাড়ির উদ্দেশে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রওনা দিয়েছেন বলে খবর। বোলপুরের নিচু পট্টির বাড়িতে রয়েছেন মন্ত্রীর স্ত্রী ও পুত্ররা। তাঁদের সঙ্গে কথা বলছেন ইডি আধিকারিকরা। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় একটা রেজিস্টার পাওয়া যায়। সেখানে ১০০ জন ক্যান্ডিডেটের একটি তালিকা পাওয়া যায়। যার সাথে চন্দ্রনাথ সিনহার নামের যোগ পাওয়া যায় বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, কুন্তল এবং চন্দ্রনাথ সিনহার মাঝে একজন মিডিয়েটর বা মিডল ম্যান রয়েছেন। যাঁকে জিজ্ঞাসাবাদ করেও চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। আর ওই ১০০ জন চন্দ্রনাথে সিনহার ক্যান্ডিডেট ছিল। এমনটাই ধারণা।ওদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতাতেও একাধিক জায়গায় ইডির তল্লাশি। শুক্রবার সকাল থেকে সিআরপিএফ এর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি তল্লাশি অভিযান শুরু করে। লেকটাউন সহ মোট ৫ জায়গায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।  লেকটাউনের বাসিন্দা এস কে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই ফ্ল্যাটে বসবাস করেন ঝুনঝুনওয়ালা।