কলকাতা

‘কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে গণতন্ত্রের উপর নির্মম আঘাত,’ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি নিয়ে খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গ্রেফতারিকে গণতন্ত্রের উপর ‘নির্মম আঘাত’ বলে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছেন। কেজরির প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা জানিয়ে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ করে বিরোধী দলগুলোর কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ এটা আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। অথচ, আসল অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি দলে যোগদান করলে তাঁরা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত।’ মমতা আরও লেখেন, ‘‘আমাদের ‘ইন্ডিয়া’র সদস্যেরা শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং আদর্শ আচরণবিধি প্রযুক্ত থাকার সময়ে বিরোধী নেতাদের এ ভাবে ‘টার্গেট’ করার বিরোধিতা করবেন। কমিশনের সঙ্গে বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দলে তৃণমূলের তরফে থাকবেন ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক।’’