জেলা

মানিক ঘনিষ্ঠের টিচার ট্রেনিং ইনস্টিটিউটে দুর্নীতির খোঁজে অভিযানে ইডি

মানিকের দুর্নীতির খোঁজে মহিষবাথানের একটি অফিসে অভিযানে ইডি । ইডি সূত্রের খবর, মহিষবাথানের ওই অফিসটি মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নামে ভাড়া নেওয়া হয়েছিল। এটি একটি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। শিক্ষক নিয়োগের জন্য প্রশিক্ষণ দেওয়া হত এই অফিসে। অফিসটির সমস্ত দরজা বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। ফলে দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করে ইডি। শেষমেশ  ভিতরে ঢোকার জন্য তালা খুলতে একজন চাবিওয়ালাকে ডেকে এনেছে ইডি। ওদিকে গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ইডি সূত্রে খবর, এই অফিসটি বকলমে চালাতেন মানিক ভট্টাচার্য। মাঝেমধ্যে মানিক ভট্টাচার্য নিজেও আসতেন এই অফিসে।  এই অফিসে বেআইনি টাকা লেনদেন  হত বলেই মনে করছেন তদন্তকারীরা। ইডি আধিকারিকরা মনে করছেন, এই অফিসের ভিতর থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাবে। পাশাপাশি,  এই ইনস্টিটিউট থেকে কার কার চাকরি হয়েছে, সেটাও ইডির আতস কাঁচের তলায়।