দেশ

সাতসকালে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে ইডির হানা

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর এবার ইডির হানা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে। শুক্রবার সকালে ইডি আধিকারিকরা নিউটাউনে একটি আবাসনের দুটি দলে ভাগ হয়ে দুটি জোড়া ফ্ল্যাটে তল্লাশি অভিযানে যায়। সেই ফ্ল্যাটগুলিতেই চলছে তল্লাশি। গত তিনদিন কুন্তল নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন। তারপর এদিন তাঁর ফ্ল্যাটে ইডির হানা, যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল এই কুন্তলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলেন। সিবিআইয় সূত্রে খবর, তাপসকে জিজ্ঞাসাবাদ করে কুন্তলের নাম উঠে আসে। একইসঙ্গে তাপসের দাবি, শিক্ষক নিয়োগে ১৯ কোটি টাকা কুন্তল তুলেছিল। তাঁর আরও দাবি, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। এই সংক্রান্ত নথিও তাঁর কাছে রয়েছে বলে জানিয়েছেন তাপস মণ্ডল।