ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি’র হানা ৷ ছেলে বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গেই জড়িত মদ কেলেঙ্কারির মামলাতেই শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালায় ৷ দুর্গ জেলার ভিলাই শহরে ভূপেশ বাঘেলের বাড়িতে মামলায় নতুন কিছু তথ্যপ্রমাণ পাওয়ার পর আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে ইডি তল্লাশি অভিযান চালায় ৷ সূত্রের খবর, মদ কেলেঙ্কারি মামলাতেই চৈতন্য বাঘেলের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে এসেছে ইডি’র ৷ সে কারণেই এই তল্লাশি অভিযান । সকালে ইডি’র অভিযানের পরই কিছু দলীয় সমর্থক জড়ো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ৷ যদিও বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে । ১০ মার্চ চৈতন্য বাঘেলের বিরুদ্ধেও একই রকম অভিযান চালায় তদন্তকারী সংস্থা। কংগ্রেসের এক নেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বিধানসভা অধিবেশনের শেষ দিনে যখন রায়গড় জেলার তামনার তহসিলে আদানি গ্রুপের কয়লা খনি প্রকল্পের জন্য গাছ কাটার বিষয়টি তুলে ধরা হবে, তখনই ইডি তাঁর বাড়িতে হানা দিয়েছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ রাজ্য বিধানসভার (বর্ষা) অধিবেশনের শেষ দিন। তামনারে আদানি গ্রুপের জন্য গাছ কাটার বিষয়টি আমার উত্থাপন করার কথা ছিল। তার আগেই সাহেব ইডি’কে ভিলাই নিবাসে পাঠিয়েছেন ৷”এই মাসের শুরুতে বাঘেল তহসিল পরিদর্শন করেন এবং স্থানীয় গ্রামবাসীদের পাশে থাকার বার্তা দেন ৷ এলাকায় কয়লা খনি প্রকল্পের জন্য গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন ওই এলাকার বাসিন্দারা। খনিটি মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ উৎপাদন সংস্থা লিমিটেড (MAHAGENCO)-কে বরাদ্দ করা হয়েছে ৷ যারা আদানি গ্রুপের সঙ্গে MDO (খনি বিকাশকারী কাম অপারেটর) এর চুক্তি করেছে । ইডি আগে দাবি করেছিল, চৈতন্য বাঘেলের কাছে মদ কেলেঙ্কারি থেকে বিপুল টাকা এসেছে বলে সন্দেহ করা হচ্ছে । এও বলা হয়েছে, এই কেলেঙ্কারি রাষ্ট্রীয় কোষাগারের বিশাল ক্ষতি করেছে এবং মদ সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেটে 2100 কোটি টাকারও বেশি ঢুকেছে ৷ এই মামলায়, ইডি জানুয়ারিতে প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস নেতা কাওয়াসি লক্ষ্মী ছাড়াও রায়পুরের মেয়র এবং কংগ্রেস নেতা আইজাজ ঢেবরের বড় ভাই আনোয়ার ঢেবর, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা, ইন্ডিয়ান টেলিকম সার্ভিস (আইটিএস) অফিসার অরুণপতি ত্রিপাঠী এবং আরও কয়েকজনকে গ্রেফতার করেছে । ইডি-র দাবি, রাজ্যে মদ কেলেঙ্কারিটি 2019 থেকে 2022 সালের মধ্যে হয়েছিল ৷ সেই সময় ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের শাসন ছিল । এই তদন্তে নেমে এজেন্সি এখনও পর্যন্ত বিভিন্ন অভিযুক্তের প্রায় 205 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ।


