বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত, একাধিক আধিকারিক করোনায় আক্রান্ত
কলকাতা

কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি

আর্থিক তছরুপের অভিযোগে শহর কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল ইডি। সূত্রের খবর আজ, বুধবার সকালে দেশপ্রিয় পার্কে বসবাসকারী এক বিল্ডারের বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তির কালো টাকা নিজের কোম্পানির মাধ্যমে সাদা করতেন। জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে ইডির মোট তিনজন আধিকারিক ওই বাড়িতে পৌঁছন। পরে আসেন আরও কয়েকজন। প্রথমে তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ির কেয়ারটেকার ছুটে আসেন। গেট খুলতে বলা হলেও তিনি খোলেননি। যদিও পরে গেট খুলে দেওয়া হয়। জানা গিয়েছে, আজ শহরের মোট চার জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এর মধ্যে যোধপুর পার্ক এবং সাউথ সিটি সংলগ্ন এলাকাও রয়েছে। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। কলকাতার পাশাপাশি রাঁচিতেও অফিস রয়েছে ওই নির্মাণ সংস্থার মালিকের। বর্তমানে তদন্ত স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।