বোলপুরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংককের শাখায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রসঙ্গত, তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল বোলপুরের দলীয় কার্যালয়ে যে কালী পুজো করতেন, সেই প্রতিমার গয়না রাখা রয়েছে ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংককে লকারে। সূত্রের খবর, শোনা যাচ্ছে, নিচুপট্টির মা কালীকে যে ৫৬০ ভরি গয়না পরানো হত, তার কাগজপত্র যাচাই করতেই এদিন বোলপুরের ব্যাঙ্কে ইডি আধিকারিকরা। সে বিষয়ে কথা বলতেই ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংককের শাখায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। বুধবার বেলা বারোটা নাগাদ ব্যাঙ্কের ওই শাখায় যান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যাংক চত্বর ঘিরে ফেলেন। এরপর ইডি আধিকারিকরা ব্যাংককের ভিতরে যান। সূত্রের খবর, ওই শাখায় গিয়ে ব্যাংক কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।