দেশ

ফের কেজরিওয়ালকে তলব করল ইডি

ফের তলব আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে তাঁকে একাধিকবার তলব করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এর আগেও আপ বারবার সুর চড়িয়েছে আম আদমি পার্টি সহ একগুচ্ছ বিজেপি বিরোধী রাজনৈতিক দল। এসবের মাঝেই জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ষষ্ঠ বারের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, লিকার দুর্নীতি মামলায় সোমবার তাঁকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তাঁকে আরও একাধিকবার তলব করা হলেও, তিনি তলব এড়িয়ে গিয়েছেন। এর আগেই এই বিষয় গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতে একপ্রকার ধাক্কাও খেয়েছেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আগামী ১৭ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে ২ ফেব্রুয়ারি তিনি ইডির পঞ্চম সমন এড়িয়ে গিয়েছিলেন। এসবের মাঝেই জানা গেল ষষ্ঠ সমনের কথা।