জেলা

লাইনে আটকে লরি, শিয়ালদহ- বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল

শিয়ালদহ বনগাঁ শাখার আপ লাইনে রাত ৯টার পর থেকে বন্ধ ট্রেন চলাচল৷ যদিও ডাউন লাইনে পরিষেবা চালু রয়েছে৷ জানা গিয়েছে, এ দিন রাত ৯টা নাগাদ দত্তপুকুরে ১৮ নম্বর রেল গেটে লেভেল ক্রসিং পেরনোর সময় বালি বোঝাই একটি লরি দুটি লাইনের মাঝে আটকে যায়৷ অনেক চেষ্টা করেও লরিটিকে সরানো যায়নি৷ ফলে আপ লাইনে বন্ধ করে দিতে হয় ট্রেন চলাচল৷এর জেরে শিয়ালদহ বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে পর পর আপ ট্রেন দাঁড়িয়ে পড়ে৷ সমস্যায় পড়েন যাত্রীরা৷ ক্রেন নিয়ে আসা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত লরিটিকে সরানো সম্ভব হয়নি৷এ দিন সরস্বতী পুজোর ছুটি থাকায় ট্রেনে ভিড় তুলনামূলক কম ছিল৷ তা সত্ত্বেও দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে৷