কলকাতা

এবার কয়লা পাচারকাণ্ডে রাজ্যের ৮ আইপিএস-কে তলব করলো ইডি

৷ এবার কয়লা পাচারকাণ্ডেও ফের তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ জানা গিয়েছে, ১৫ অগস্টের পর রাজ্য পুলিশের ৮ আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি ৷ সূত্রের খবর, এই ৮ জন আইপিএস অধিকারিককে আলাদা আলাদা দিনে তলব করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছেন, রাজীব মিশ্র ,সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং,শ্যাম সিং, কোটেশ্বর রাও ,এস সিলভা মুরগান, তথাগত বসু-সহ মোট আটজন আইপিএস ৷ দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে তাঁদের ৷  সূত্রে খবর, জ্ঞানবন্ত সিংকে ২২ অগাস্ট, কোটেশ্বর রাওকে ২৩ অগাস্ট, শ্যাম সিংকে ২৪ অগাস্ট, রাজীব মিশ্রকে ২৬ অগস্ট, সুকেশ জৈনকে ২৯ অগাস্ট, তথাগত বসুকে ৩০ অগাস্ট, ভাস্কর বসুকে ৩১ অগস্ট তলব করেছে ইডি ৷ ইডি’র দাবি কয়লা পাচারকাণ্ডে অন্যান্যদের জেরা করে এই ৮ আইপিএস-এর নাম উঠে এসেছে ৷ এই ৮ আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে ইডি’র গোয়েন্দারা জানতে চাইছেন, আসানসোল-রানিগঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক জায়গায় দায়িত্ব পালনের সময় এই পুলিশ আধিকারিকদের কাছে কয়লা পাচার সংক্রান্ত কোনও তথ্য ছিল কিনা?