অনলাইনে বেটিং অ্যাপে দুর্নীতি সংক্রান্ত মামলায় গুগল ও মেটাকে সমন ইডির। আগামী ২১ জুলাই এই দুই টেক সংস্থার আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি। ইতিমধ্যেই ওই দুই সংস্থার অফিসে পৌঁছে গিয়েছে নোটিস। বেআইনি অনলাইন বেটিং অ্যাপগুলির বিরুদ্ধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার জাল অনেকদূর পর্যন্তই ছড়িয়ে রয়েছে। তবে ইডির তরফে সেই জাল অনেকটাই গুটানো হয়ে গিয়েছে বলে খবর। আর সেই কারণেই তদন্তের স্বার্থে গুগল ও মেটাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনলাইন বেটিং অ্যাপের দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ২৯ জন হাইপ্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইডি। সেই তালিকায় যেমন রয়েছে অভিনেতা-অভিনেত্রী আবার তেমন রয়েছে ইনফ্লুয়েন্সারও। যদিও গুগল ও মেটার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ইডির। বেআইনি অনলাইন বেটিং অ্যাপগুলির প্রমোশন করেছে ওই দুই টেক সংস্থা। এমনকী আর্থিক তছরুপ ও হাওয়ালা সংক্রান্ত বিষয়টিও সামনে এসেছে। সেইসব দিকও খতিয়ে দেখছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, টাকার বিনিময়ে গুগল ও মেটা ওই অনলাইন বেটিং অ্যাপ কোম্পানিগুলির জন্য বিশেষ বিজ্ঞাপনের ব্যবস্থা করত। যাতে করে সাধারণ মানুষ আরও বেশি আকৃষ্ট হয়। অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় কয়েক সপ্তাহ আগেই বড় তথ্য পায় ইডি। তারপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


