দেশ

দেব, মুকুলের পর এবার মহুয়া! তৃণমূল বহিষ্কৃত সাংসদকে তলব করল ইডি

এবার মহুয়া মৈত্র। লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদকে তলব করল ইডি। সোমবার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন সংক্রান্ত মামলা মহুয়াকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর তেমনই। ২ মাস পার। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল এথিক্স কমিটি। সংসদের তখন শীতকালীন অধিবেশন চলছে। গত ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সেই রিপোর্ট পেশ  করা হয় লোকসভায়। সঙ্গে মহুয়াকে সাংসদ থেকে বহিষ্কারের প্রস্তাবও। সেই প্রস্তাবের উপর আলোচনার জন্য প্রথমে আধঘণ্টা সময় দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা। পরে তৃণমূল আর্জি মেনে বাড়তি সময় দেন তিনি। মহুয়াকে অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তুমুল হুইহট্টগোলের পর শেষপর্যন্ত লোকসভা ধ্বনি ভোটে পাস হয়ে যায় প্রস্তাব। স্রেফ মহুয়াই নন, তৃণমূল সাংসদকে দেব এবং মুকুল রায়কেও তলব করেছে ইডি।