দেশ

Arvind Kejriwal : এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডির তল্লাশি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা। ৯ বার সমনেও গরহাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি হাই কোর্ট আবগারি মামলায় কেজরিকে রক্ষাকবচ দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তাঁর বাড়িতে। ১২ জন ইডি অফিসারদের দলটি কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করেছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ বলেন, আমরা এই পর্যায়ে মামলাকারীকে কোনও সুরক্ষা দেওয়ার কথা দিচ্ছি না। এরপরই আর দেরি না করে কেজরিওয়ালের বাড়িতে অভিযানে নামে ইডি। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। এর আগে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে হেফাজতে নেওয়া হয় গত অক্টোবরে। এর পরই তলব করা হয় কেজরিকেও। ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু তিনি যাননি। আর সেই সময় থেকেই জল্পনা শুরু হয়, এবার ইডির হাতে গ্রেপ্তার হবেন কেজরি। কিন্তু এখনও পর্যন্ত ইডির ডাক বার বার এড়িয়ে চলেছেন তিনি। এবার তাঁর বাড়িতেই হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।