দেশ

দিল্লিতে তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, ছোড়া হল চেয়ার!

তদন্তে গিয়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা ৷ দিল্লিতে সাইবার জালিয়াতি এবং মানি লন্ডারিং মামলার তদন্ত চালাচ্ছে ইডি ৷ অভিযোগ বৃহস্পতিবার এমনই এক মামলায় একটি ফার্মহাউসে অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা ৷ এই ঘটনায় ইডি’র এক অফিসার আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ৷ দক্ষিণ-পশ্চিম দিল্লির বিজবাসন এলাকায় সুরজ যাদবের নেতৃত্বে ইডি দল অভিযান চালায় ৷ একটি ফার্মহাউসে ইডি’র এই অভিযানের সময়ই তাঁদের উপর চেয়ার ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এ বিষয়ে এজেন্সির তরফে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ফার্মহাউসটি দক্ষিণ-পশ্চিম দিল্লির কাপাশেরা থানার অন্তর্গত। এই ঘটনায় আহত হয়েছেন এনফোর্সমেন্ট অফিসার (ইও) ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ফের তল্লাশি অভিযান চালানো হয় বলেও আধিকারিকরা জানিয়েছেন ৷ এই তদন্তটি পিওয়াইওয়াইপিএল অ্যাপ্লিকেশন (অ্যাপ)-এর বিরুদ্ধে একটি মামলার সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিজবাসন এলাকায় ইডি’র একটি দলের উপর হামলা চালানো হয়েছে ৷ তাঁদের হেনস্তা করার বিষয়ে তথ্যও মিলেছে। কাপাশেরা থানার অফিসাররা যেখানে ইডি’র অভিযান চালছে সেখানে গিয়েছেন। ইডি’র অভিযানে CRPF-এর দুই মহিলা অফিসারও ছিলেন। জানা গিয়েছে, অশোক কুমার শর্মা পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওই ফার্মহাউসের মালিক ৷ পুলিশ জানিয়েছে, অশোক শর্মার আত্মীয় যশকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷ চাকরি জালিয়াতির মতো সাইবার অপরাধ সম্পর্কে ইডি তথ্য পাওয়ার পরই অভিযান শুরু করেছে ৷ দেখা গিয়েছে, এই সাইবার জালিয়াতির মাধ্যমে প্রায় 15 অ্যাকাউন্ট এবং ডেবিট, ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছে ৷