দেশ

রফতানি বন্ধ করছে ইন্দোনেশিয়া, লাগামছাড়া দাম ভোজ্য তেলের

 বিশ্বের বৃহত্তম ভোজ্য তেল সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া অপরিশোধিত পাম ওয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াতে চলেছে। এর ফলে বাজারে ভোজ্য তেলের অনিশ্চয়তা বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছিল। এবার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দাম বাড়তে পারে শ্যাম্পু, সাবান, কেক, বিস্কুট, চকোলেটের।  ১৪ দিনের মধ্যে অস্বাভাবিক বাড়ল সমস্তরকম ভোজ্য তেলের দাম। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ বনাম এপ্রিলের শেষ সপ্তাহে সরষের তেল ১৬৫ থেকে বেড়ে হল ১৭৫ টাকা। পাম তেলের দাম ১৪৮ থেকে পৌঁছল ১৫৯ টাকায়। রাইস ব্র্যান অয়েল ১৪০ থেকে বেড়ে ১৫২ তে পৌঁছল। সূর্যমুখী তেল ১৬৫ টাকা থেকে বেড়ে ১৮১ টাকা হল। সেখানে সয়াবিন তেল ১৬৪ থেকে বেড়ে হল ১৮৪ টাকা।