কলকাতা

উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে পড়ুয়াদের ক্ষোভ, জেলা শাসকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভের মধ্যেই জেলাশাসকের দায়িত্ব নেওয়ার জরুরি নির্দেশ দিল রাজ্য। সোমবার রাজ্যের শিক্ষা দফতরের তরফে জেলাশাসকের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে জরুরিভিত্তিতে। রাজ্যর প্রায় ৩৬২০ স্কুল থেকে অকৃতকার্য হয়েছেন পড়ুয়ারা। চাঞ্চল্যকর তথ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ফলাফল নিয়ে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্যকে যে রিপোর্টে দেওয়া হয়েছে, তাতেই স্পষ্টভাবে এই পরিসংখ্যানের উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা সচিব প্রতিটি জেলার জেলাশাসকদের উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেরা। রিপোর্টে অনুযায়ী,রাজ্যে প্রায় ১৮০০০ এরও বেশি এই ধরণের বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে এই ধরণের যে সমস্ত স্কুল রয়েছে সেগুলি সম্পর্কে খুব শিগগিরই জেলা শাসকদের জানানো হবে বলেও জানিয়েছে শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন। কলকাতার ১৬৪ স্কুলের পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছেন। সবথেকে বেশি অকৃতকার্য হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার স্কুলগুলি থেকে। রিপোর্টে দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলার প্রায় ৩৩০টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অকৃতকার্য হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার ২৭০ স্কুলের ছাত্র-ছাত্রীরা অকৃতকার্য হয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকেও একাধিক স্কুলের পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারেননি।এই জেলার প্রায় ৩২২টি স্কুলে ছাত্র-ছাত্রীদের অকৃতকার্য হওয়ার রিপোর্ট উঠে এসেছে। হাওড়া, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাগুলির ২০০-র অধিক স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ফেল করেছে। ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিংয়ে সবথেকে কম সংখ্যক স্কুলে থেকে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অকৃতকার্য হয়েছেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে রিপোর্ট রাজ্যকে দিয়েছে, সেই অনুযায়ী রাজ্যর ৩৬২০টি স্কুলের ক্ষেত্রে কোনও কোনও স্কুলে একজন, আবার কোনও কোনও স্কুলে দু-জন, আবার কোনও কোনও স্কুলে ৬০ জনের বেশিও অকৃতকার্য হয়েছেন।