দেশ ভাইরাল

মুখ্যমন্ত্রী দিল্লিতে পা রাখতেই সোশ্যাল মিডিয়ায় স্লোগানের ঝড়, ‘আবকি বার, দিদি সরকার’

তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ, ২৬ জুলাই রাজধানী দিল্লিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় ট্যুইটারে তৃণমূলের নতুন প্রচার পর্ব শুরু হল হ্যাশট্যাগ ‘আবকি বার দিদি সরকার’ (#AbkiBaarDidiSarkar)। ‘আবকি বার দিদি সরকার’ ২০১৪-র লোকসভা ভোটে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি (BJP)। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দিল্লির কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদি। মাঝে সাত বছরের ফারাক। বিজেপির সেই স্লোগানকেই এবার হাতিয়ার করেছে তৃণমূল। কেবল মোদির নাম বদলে হয়েছে দিদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকালে টুইটারে ট্রেন্ডিং #AabKiBaarDidiSarkar। এই হ্য়াশ ট্যাগ ব্যবহার করে টুইট করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা ওই পোস্টে তুলে ধরেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, সরকারের সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। এবার দেশের মানুষেরও এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে বসাতে চান তাঁরা। উন্নয়নের নিরিখে ‘গুজরাত মডেল’-কে সামনে রেখে ২০১৪-র ভোট বৈতরণী পাড় করেছিলেন নরেন্দ্র মোদী। ২০২৪-এর লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ‘বেঙ্গল মডেল’।