কলকাতা

মহেশতলার বহুতল আবাসনের ৯ তলা থেকে নীচে পড়ে গুরুতর জখম ৮ বছরের শিশু

বহুতল আবাসনের নয় তলা থেকে নীচে পড়ে মারাত্মক জখম হল ৮ বছরের এক শিশুকন্যা।  আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে, মহেশতলার একটি বেসরকারি বিলাসবহুল বহুতল আবাসনে। জানা গিয়েছে, অনেকটা এলাকাজুড়ে তৈরি ওই আবাসন। সেখানে প্রায় কয়েক হাজার ফ্ল্যাট রয়েচে। তারই ৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছিলেন গৌতম ঘোষ। তিনি পেশায় একজন সরকারি কর্মচারী। গতকাল, বৃহস্পতিবার ছিল সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ। সেই উপলক্ষে সন্ধ্যায় পরিচিত ও আত্মীয়দের নিয়ে খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল অনেক শিশুও। তাদের সঙ্গেই খেলছিল গৌতম বাবুর মেয়ে অন্বেষা ঘোষও। খেলার সময় আচমকাই সে পাশের অগ্নি নির্বাপন অবতরণ গহ্বরে ঢুকে যায়। তারপরই সেই গহ্বর গলে গিয়ে পড়ে একেবারে নয়তলা নীচে। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বজবজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।  এদিকে ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন ওই আবাসনের বাকি আবাসিকরা। প্রতিটি ফ্ল্যাটেই এতটা বিপজ্জনকভাবে গহ্বরগুলির অবস্থান হওয়ায় আতঙ্কিত সকলেই।