মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা চলছে। বিজেপির মহাজোট মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্পষ্ট হয়নি। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই চলছিল টানাপড়েন। শিন্ডেকেই ওই পদে রাখা হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আপাতত, সাতারায় গ্রামের বাড়িতে রয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে জয়ের পর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বসেছিলেন শিন্ডে। সেখান থেকে ফিরে সোজা সাতারায় চলে যান। জানা গিয়েছে, গত দু’দিন ধরে তিনি জ্বরে এবং গলার সংক্রমণে ভুগছেন। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শিন্ডের পারিবারিক চিকিৎসক আরএম পাত্রে জানিয়েছেন, দিল্লি থেকে ফেরার পথেই ঠান্ডা লেগেছিল মহারাষ্ট্রের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর। গত দু’দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। গলায় সংক্রমণের জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে। তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্যালাইনও দেওয়া হয়েছে। শনিবার এনসিপি দলের প্রধান, অজিত জানিয়ে দিয়েছেন, বিজেপি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ এ বার নিজেদের হাতেই রাখছে। অর্থাৎ, শিন্ডে মুখ্যমন্ত্রী হচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত। এরপরেই সাতারায় শিন্ডের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।