বিধানসভা ভোটের প্রচার চলাকালীন সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য করা হয়েছে। এর ফলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-র (AAP) থেকে কৈফিয়ত চেয়ে আজ মঙ্গলবার নোটিস পাঠাল নির্বাচন কমিশন। সূত্রের খবর, শুক্রবার বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দফতরে গিয়ে সমাজমাধ্যমে প্রকাশিত আপ নেতাদের ভিডিয়ো ফুটেজ পেশ করে। তাদের তরফে অভিযোগ জানানো হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অনৈতিক’ মন্তব্য করেছে আপ নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এই মর্মে জানান, ‘আপের দলীয় এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি ভিডিয়ো এবং দু’টি পোস্ট আমরা কমিশনকে দিয়েছি। সেখানে দেশের নির্বাচিত সরকারের প্রধান সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করা হয়েছে।’ এরপরেই আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেজরীওয়ালের দলকে আজ শো-কজ় নোটিস পাঠানো হয়েছে। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। দলের তরফে করা দুটি এক্স পোস্টের উপরে ভিত্তি করে অভিযোগ করা হয় যেই পোস্টে বলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যবসায়ী গৌতম আদানির পক্ষে কাজ করেছেন। ১০ই নভেম্বর বিজেপির করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগে উল্লিখিত আম আদমি পার্টির হ্যান্ডেল থেকে করা টুইটগুলি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে।