বিহার বাদে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে বাকি সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন । নির্দেশিকায় SIR-এর জন্য সমস্ত রাজ্যে BLO, AERO এবং সুপারভাইজার নিয়োগ করার নির্দেশ দেওয়া হল । নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, দেশজুড়ে SIR করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন । ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে SIR-এর প্রথম পর্যায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । বিহার বাদে বাকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের SIR কার্যকর করার জন্য পূর্ববর্তী সমস্ত কার্যক্রম সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে । এছাড়াও প্রত্যেকটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ 1200 ভোটার থাকবে বলে জানানো হয়েছে । সমস্ত রাজ্যগুলি যেখানে যেখানে ERO, AERO, BLO এবং সুপারভাইজারদের শূন্য পদ রয়েছে সেগুলিকে দ্রুত পূরণ করতে হবে । একক ভোট কেন্দ্রে 1200 ভোটার থাকলে অতিরিক্ত BLO নিয়োগ করতে হবে । এছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আসন্ন SIR কার্যকর করার প্রেক্ষাপটে BLO এবং BLO সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । দেশজুড়ে SIR চালু হওয়ার আগে BLO এবং BLO সুপারভাইজারদের অতিরিক্ত প্রয়োজনীয়তা এবং তাদের নিয়োগ সম্পর্কে আগেই মূল্যায়ন করা অপরিহার্য বলে নির্দেশে জানিয়েছে কমিশন । SIR কার্যক্রমের সঙ্গে জড়িত কাজের পরিমাণ বিবেচনা করে একক ভোটকেন্দ্রের জন্য BLO নিয়োগ করতে হবে । এছাড়াও BLO সুপারভাইজারকে দশটির বেশি ভোটকেন্দ্রের দায়িত্ব দেওয়া উচিত হবে না বলেই জানিয়েছে কমিশন । নির্দেশিকায় SIR পরিচালনা করার ক্ষেত্রে রাজনীতি দলগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করা হয়েছে । তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া SIR-এর কাজ অসম্পূর্ণ থাকবে বলেই মেনে করছে কমিশন । বিশেষ করে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে নিযুক্ত BLA বা ব্লক লেভেল এজেন্টদের SIR-এর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছে কমিশন । রাজনৈতিক দলগুলির ব্লক লেভেল এজেন্টদের নিয়োগ করার জন্য রাজি করাতে হবে । যাতে SIR-এর সময় BLA-রা মাঠে থেকে ভোটার তালিকায় যে কোনও ধরনের অসঙ্গতি দেখলে তা কমিশনের নজরে আনতে পারে । তাই সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, তারা যেন অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে ভোট কেন্দ্রের সংখ্যা BLO-সহ BLO সুপারভাইজার এবং BLA সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেয় । তার জন্য সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের ই-মেইল আইডিতে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে । সেই ফর্ম পূরণ করে তথ্য জমা দিতে হবে বলে জানানো হয়েছে ।


