বিরোধী শিবিরের প্রতিবাদের মধ্যে বিহারের প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন ৷ কোনও সার্বিক তালিকা অবশ্য প্রকাশ করেনি কমিশন ৷ কিন্তু ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তাঁদের নাম ভোটার তালিকায় আছে কি না, তা দেখতে পাবেন ৷ এদিকে নীতীশ-রাজ্যে এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়ার বিরোধিতায় উত্তাল সংসদের বাদল অধিবেশন ৷ প্রায় প্রতিদিনই সংসদ চত্বরে এসআইআর লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা ৷ বিরোধীদের আশঙ্কা, এসআইআর-এর ফলে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেবে কমিশন ৷চলতি বছরের শেষে আর কয়েক মাসের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন ৷ এর মধ্যে গত ২৪ জুন বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ৷ গত ২৫ জুলাই প্রথম দফার ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া শেষ হয় ৷ সেই খসড়া তালিকা শুক্রবার প্রকাশ করেছে কমিশন ৷ এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ার আগে বিহারে 7.93 কোটি নথিভুক্ত ভোটার ছিল ৷ সদ্য প্রকাশিত খসড়া তালিকায় কত জনের নাম আছে, সেই সংখ্যা জানায়নি কমিশন ৷ এদিনই এই খসড়া তালিকার কপি বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে দেওয়া হবে ৷এই খসড়া তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন আরও দু’টি প্রক্রিয়া চালু করেছে ৷ খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম নেই তাঁরা কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাম তোলার আবেদন করতে পারবেন ৷ ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে কোনও রকম আপত্তি থাকলে তাও কমিশনের কাছে জানানো যাবে ৷ এই ‘ক্লেইমস অ্যান্ড অবজেকশনস’ প্রক্রিয়া চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত ৷ এসআইআর-এর প্রথম দফায় বুথ স্তরের আধিকারিক (বিএলও) বা বুথ স্তরের এজেন্টরা (বিএলএ) ভোটারদের কাছে গণনা ফর্ম (এনুমারেশন ফর্ম) তুলে দেয় ৷ এই বিএলও বা বিএলএ-দের মনোনীত করেছে রাজনৈতিক দলগুলি ৷ এই ফর্মগুলি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি দিয়ে সেই ফর্ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হচ্ছে ভোটারদের ৷ এছাড়া এই গণনা ফর্মটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তা অনলাইনে জমা দেওয়ার উপায় রয়েছে ৷ 25 জুলাই পর্যন্ত এই প্রক্রিয়ায় ফর্ম ও প্রয়োজনীয় প্রামাণ্য নথি জমা দিয়েছেন বিহারের ভোটাররা ৷ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, 7.23 কোটি ভোটার গণনা ফর্ম জমা দিয়েছে ৷ এদিকে 35 লক্ষ ভোটারকে হয় পাওয়া যায়নি নতুবা তাঁরা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন ৷ এছাড়া 22 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে ৷ 7 লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় একাধিক ভোটার তালিকায় রয়েছে ৷ 1.2 লক্ষ ভোটার গণনা ফর্ম জমা দেননি ৷ভোটার তালিকায় বিশেষ সংশোধনের এই যজ্ঞ কাণ্ড হয়েঠে 77 লক্ষ 895 কেন্দ্র ৷ অংশ নিয়েছে 1.60 লক্ষ বুথ স্তরের এজেন্ট ৷ তাঁদের সঙ্গে আরও অনেক স্বেচ্ছাসেবীরা ছিলেন ৷ বিশাল প্রক্রিয়া দেখাশোনার দায়িত্বে ছিলেন 243 জন ইআরও (ইলেক্টরস রেজিস্ট্রেশন আধিকারিকরা) এবং 2 হাজার 976 সহকারী ইআরও ৷প্রথম থেকেই এসআইআর-এর সমালোচনা করেছে রাজনৈতিক দলগুলি ৷


