জেলা

সিবিআই তলবের পর এবার বীরভূমে ভোটের আগেই অনুব্রতকে নজরবন্দি করল নির্বাচন কমিশন

তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷ আগামী বৃহস্পতিবার অষ্টম দফায় ভোট বীরভূমের সবক’টি বিধানসভা আসনে ৷ তার আগে শাসক দলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে নজরবন্দি করে দিল কমিশন ৷ আজ নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ নির্দেশে জানানো হয়েছে যে বীরভূমের নির্বাচন শুরু হওয়ার আগে থেকে শেষ হওয়া পর্যন্ত মোট 38 ঘণ্টা কমিশনের নজরে বন্দি হয়ে থাকতে হবে কেষ্ট মণ্ডলকে ৷ তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকবেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনী ৷ নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে যে আজ বিকেল পাঁচটা থেকেও অনুব্রতকে নজরবন্দি করা হয়েছে ৷ তিনি নজরবন্দি হয়ে থাকবেন আগামী 30 মে পর্যন্ত ৷ পুরো সময়ই ভিডিওগ্রাফি করা হবে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই তাঁকে নজরবন্দি করা হয়েছে বলে কমিশনের তরফে জানা গিয়েছে ৷