ইলেকট্রিক স্কুটারটি রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ৷ তাতেই ঘটল বিপত্তি ৷ রবিবার ভোর হতেই সারারাত ধরে চার্জ হতে থাকা ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায় ৷ চেন্নাইয়ের মাদুরাভয়ালে বৈদ্যুতিক স্কুটারের সেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে ৷ এতে দগ্ধে মৃত্যু হয় ৯ মাসের এক শিশুকন্যার ৷ শিশুটির বাবা ও মা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা ও মা ৷ মাদুরাভয়াল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের মাদুরাভয়ালের কাছে ভাগ্যলক্ষ্মী নগর এলাকার বাসিন্দা নটরাজন ৷ তাঁর ছেলে, পূত্রবধূ ও নাতনি একসঙ্গেই থাকতেন ৷ শনিবার রাতে, গৌতম তাঁর বাবার ইলেকট্রিক স্কুটারে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন ৷ রবিবার (16 মার্চ) ভোরে সারারাত চার্জ হওয়া হঠাৎ বৈদ্যুতিক স্কুটারটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে ৷ বাড়িতে থাকা একাধিক আসবাবপত্র পুড়ে খাক হয়ে যায় ৷
