মাঝ আকাশে বিমানে আচমকাই ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করল কাতার এয়ারওয়েজের বিমান। জানা গিয়েছে, আজ সোমবার ভোর ৩টে ৫০ মিনিটে নয়াদিল্লি থেকে দোহাগামী একটি বিমান যাত্রা শুরু করে। নয়াদিল্লি থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। বিমান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কোনওরকম ঝুঁকি না নিয়ে নিকটস্থ এয়ারপোর্ট করাচির সঙ্গে যোগাযোগ করা হয়। মেলে অবতরণের গ্রিন সিগন্যাল। এরপর ভোর ৫টা ৩০ মিনিটে করাচিতে জরুরি অবতরণ করে কাতার এয়ারওয়েজের কিউআর ৫৭৯ বিমানটি। জানা গিয়েছে, ওই বিমানে মোট ১০০ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। তবে জরুরি অবতরণের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে তাঁদের মধ্যে। ওই যাত্রীদের জন্য ইতিমধ্যেই বিকল্প উড়ানেরও ব্যবস্থাও করা হয়েছে। কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। হবে তদন্তও। এদিনের সমস্যার জন্য ওই বিমানে থাকা সমস্ত যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।