কৃষক বিক্ষোভে অবরুদ্ধ দিল্লি। হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে রাজধানী ঢোকার একাধিক রাস্তা আটকে বসে রয়েছে নয়া কৃষি আইন বিরোধী কৃষকরা। বিপুল সংখ্যায় পুলিস, ব্যারিকেড, জলকামান নিয়ে গিয়ে দিল্লি ঢুকতে অনড় কৃষকদের আটকে রেখেছে পুলিস। এর মধ্যেই কৃষক আন্দোলন নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনায় বসলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এনিয়ে বৃহস্পতিবার ফের আলোচনা হবে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে।মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে ৩৫ কৃষক নেতার টানা ৩ ঘণ্টার বৈঠকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। একটি কমিটি গঠন করে পুরো বিষয়টি পর্যালোচনা করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তা নাকচ করে দেন কৃষক নেতারা।