কলকাতা

নবান্নের নিরাপত্তায় জোর! চালু হচ্ছে অ্যাকসেস কার্ড

সংসদে কাণ্ডের পর নড়েচড়ে বসেছে রাজ্যের প্রশাসন। এবার থেকে নবান্নে প্রবেশের জন্য চালু হচ্ছে অ্যাকসেস কার্ড। নবান্নের সকল কর্মীরাই পাবেন এই কার্ড। সূত্রের খবর, নতুন বছর থেকেই এই ব্যবস্থা চালু হবে। কার্ডগুলিতে থাকবে কর্মী ও আধিকারিকদের নাম। নবান্নের প্রতিটি করিডরে দুটি করে সিকিউরিটি গেটও থাকবে। এই গেটের গায়ে থাকবে কার্ড সোয়াপিং মেশিন। তবে বেশকিছু আধিকারিক এবং পুলিশকর্মী কাজের জন্য প্রতিটি তলেই যাতায়াতের প্রয়োজন হয়। তাঁদের দেওয়া হবে অল ফ্লোর অ্যাকসেস কার্ড। এছাড়াও নবান্নর প্রবেশপথে থাকবে ফেস রেকগনিশন ক্যামেরা। কলকাতা পুলিশকে নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। যেসব ভিআইপিরা নবান্নে আসবেন তাঁদের পরিচয়পত্র খতিয়ে দেখা হবে। নজরদারি থাকবে পার্কং লটেও। সবমিলিয়ে রাজ্যের প্রশাসনিক হেডকোয়ার্টারকে নতুনভাবে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়ার সব প্রস্তুতি শেষ বলেই জানা গিয়েছে।