দেশ

ছত্তিশগড়ের অবুঝমাড়ের জঙ্গলে এনকাউন্টার খতম ৭ মাওবাদী

মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলছে ছত্তিশগড়ের গভীর জঙ্গলে ৷ বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, দান্তেওয়াড়ার সীমানায় অবুঝমাড়ের ওর্চা ব্লকের হিতুল এবং রেকাওয়ার জঙ্গলে এই গুলিযুদ্ধ চলছে ৷ এখনও পর্যন্ত ৭ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ দান্তেওয়াড়ার এসপি গৌরব রায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল যে অবুঝমাড়ের দক্ষিণে পূর্ব বস্তার ডিভিশন এবং ইন্দ্রাবতী এরিয়া কমিটিতে মাওবাদীরা রয়েছে ৷ এরপর ১০ ডিসেম্বর এসটিএফ এবং সিআরপিএফ-এর যৌথ দল তল্লাশি অভিযানে নামে ৷ তাদের সঙ্গে ছিল নারায়ণপুর, দান্তেওয়াড়া, বস্তার এবং কোন্দাগাঁও-এর ডিআরজি দল ৷বৃহস্পতিবার রাত ৩টে থেকে ছত্তিশগড়ের ৪টি জেলায় মাওবাদী নিকেশ অভিযান চলছে ৷ নারায়ণপুর এবং দান্তেওয়াড়ার এসপি এই এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ সূত্রের খবর, দক্ষিণ অবুঝমাড়ের ইন্দ্রাবতী এরিয়া কমিটি এলাকায় ৫০-৬০ জন মাওবাদী রয়েছে ৷দান্তেওয়াড়ার এসপি গৌরব রায় আরও বলেন, “১২ ডিসেম্বর রাত ৩টে থেকেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় চলছে ৷ তল্লাশি অভিযানও চলছে ৷ অভিযান সম্পূর্ণ হওয়ার পর পুরো তথ্য দেওয়া সম্ভব হবে ৷”