ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্রের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনে সাড়া দিয়ে দেড় মাসের জন্য ইডি অধিকর্তার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। যদিও এদিন আদালতে কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ইডি অধিকর্তার মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। তবে এদিন ইডি অধিকর্তার পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ ৪৫ দিন বাড়িয়ে দেওয়া হলেও ভবিষ্যতে আর এ বিষয়ে কোনও আর্জি শোনা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা। ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি নিয়ে গত ১১ জুলাই শীর্ষ আদালতে জোর ধাক্কা খেয়েছিল কেন্দ্র। তৃতীয় দফায় ইডি অধিকর্তা পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছিল বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে আগামী ৩১ জুলাইয়ের পরে ইডির অধিকর্তা পদে সঞ্জয় মিশ্র থাকতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন বিচারপতিরা। ২০১৮ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তা পদে ‘বিজেপি ঘনিষ্ঠ’ আমলা হিসেবে পরিচিত সঞ্জয় মিশ্রকে বসিয়েছিল মোদি সরকার। ২০২০ সালের নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দফায়-দফায় মেয়াদ বৃদ্ধির পথে হাঁটে কেন্দ্র। গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে বিরোধী দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করার মারাত্মক অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, বিজেপি এজেন্ট হিসেবে কাজ করছেন ইডি অধিকর্তা ও তাঁর দলবল। ইডি ডিরেক্টর হিসেবে সঞ্জয় মিশ্রের বার বার মেয়াদ বৃদ্ধি নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। মামলার শুনানির সময়ে একাধিকবার বিচারপতিদের প্রশ্ন ও তিরস্কারের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। পালটা বিচারপতি প্রশ্ন ছুড়ে দেন, বর্তমান প্রধান ছাড়া ইডির বাকি কর্মীরা কি অযোগ্য? বিভাগটি কি অযোগ্য লোকে পূর্ণ? এদিন মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি ২০২১ সালের জুলাই মাসে শীর্ষ আদালতের রায়কে লঙ্ঘন করেছে। তৃতীয়বার মেয়াদ বৃদ্ধি অবৈধ। অবিলম্বে নয়া ইডি অধিকর্তা নিয়োগের জন্য কেন্দ্রকে উদ্যোগী হওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। কিন্তু চলতি সপ্তাহেই ইডি অধিকর্তার মেয়াদ বাড়ানোর জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র।