দেশ

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার উপরে ৩ অগাস্ট পর্যন্ত স্থগিতাদেশ

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ ৩ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি প্রীতিঙ্কর দিবাকর জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদনের শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছেন। তিনি জানিয়েছেন, আগামী ৩ অগস্ট মামলার রায়দান হবে। ওই দিন পর্যন্ত মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ চালাতে পারবে না ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)। গত শুক্রবারই বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেস জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছিল। মসজিদের অভ্যন্তরে ওজুখানায় পাওয়া তথাকথিত শিবলিঙ্গ ও সন্নিহিত এলাকা ছাড়া বাকি সব জায়গায় ওই সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। প্রয়োজনে খোঁড়াখুঁড়ি করতে হবে বলেো জানিয়ে দেন। ওই নির্দেশ পাওয়ার পরেই সোমবার সকাল সাতটা থেকে সমীক্ষার কাজ শুরু করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের চারটি টিম। জেলা আদালতের নির্দেশে সমীক্ষার কাজ শুরু হতেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় জ্ঞানবাপী মসজিদ কমিটি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বুধবার পর্যন্ত সমীক্ষার কাজে স্থগিতাদেশ জারি করে মসজিদ কমিটিকে এলাহাবাদে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। বুধবার সাড়ে চার ঘন্টা ধরে শুনানি চলে। ওই শুনানিতে ভারতীয় পুরতত্ত্ব সর্বেক্ষণের বৈজ্ঞানিক সমীক্ষা নিয়ে খুশি হননি বিচারপতি প্রীতিঙ্কর দিবাকর। তিনি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য এএসআইয়ের আইনজীবীকে নির্দেশ দেন। এদিনও ঘন্টা খানেকের উপরে সওয়াল-জবাব চলে হিন্দু ও মুসলিম পক্ষের মধ্যে। সওয়াল-জবাব শেষে ৩ অগস্ট মামলার রায়দানের কথা জানান বিচারপতি। ততদিন পর্যন্ত বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন।