শুক্রবার আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতেই ‘শাহজাহান-ঘনিষ্ঠ’ ব্যবসায়ীদের বাড়িতে সাতসকালে তল্লাশি শুরু করেন ইডি অফিসাররা। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।এদিন সকালেই কলকাতার বিজয়গড়ের এক এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। ইডির আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। এই বাড়ি ঢোকার আগেই ভুল বাড়িতে ঢোকে ইডি। ভুল বাড়িতে ইডি পৌঁছালে ক্ষোভ দেখায় এলাকাবাসী। গোবিন্দ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে ভুল করে ঢুকে পড়েন ইডির আধিকারিকরা।